GSM Notes Mobile Firmware Solution. GSMN এর সকল মেম্বারদে কাছে বিনীত অনুরুধ হল অবশ্যই সৎকর্মশীল হতে হবে। সার্ভিসিং এর ক্ষেত্রে লোভের বসতে অসত কাজ করা যাবে না। কারন মহান আল্লাহ্ বলেন- مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ خَيْرٌ مِنْهَا وَهُمْ مِنْ فَزَعٍ يَوْمَئِذٍ آَمِنُونَ (89) وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَكُبَّتْ وُجُوهُهُمْ فِي النَّارِ هَلْ تُجْزَوْنَ إِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُونَ (90) "যে সৎকাজ করবে, সে (কিয়ামতের দিন) উৎকৃষ্টতর প্রতিফল পাবে এবং সেদিন ওরা ভয় ও শঙ্কা হতে নিরাপদে থাকবে।" (২৭:৮৯) "এবং যে মন্দকর্ম করবে (কিয়ামতের দিন) তাকে অধোমুখে নিক্ষেপ করা হবে অগ্নিতে এবং ওদের বলা হবে তোমরা যা করতে তারই প্রতিফল ভোগ করছো।" (২৭:৯০) ./p>